ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বাজার এলাকার একটি গৃহের সামনে শুক্রবার (২ জুলাই) দুপুর ১২ দিকে স্বামীর গৃহে আশ্রয় পেতে অনশন শুরু করেছে এক কিশোরী। ওই কিশোরীর নাম জেরিন নাহার জিতু ( ১৪)। সে মোড়গ্রামের মালয়েশিয়া প্রবাসি জাহাঙ্গীর আলমের কন্যা।
জেরিন নাহার জিতু জানায়, ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক ধরে প্রায় দুইমাস পূর্বে প্রেম হয় সাহারপুকুর বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে রায়হান খন্দকারের (১৬) সংগে। রায়হান খন্দকার তাকে গত ১৭ জুন বিয়ে করে ঢাকায় নিয়ে যায়। বেশ কিছুদিন একত্রে বসবাসের পর রায়হান খন্দকার তার নিজ পরিবারের প্ররোচনায় তাকে ফেলে আসে। এখন স্বামীর গৃহে আশ্রয় পেতে ওই বাড়িতে গেলে রায়হান খন্দকারের পিতামাতা বাড়িতে উঠতে বাঁধা প্রদান করে।
জেরিন নাহার জিতু আরও জানায়, স্বামীর গৃহে আশ্রয়ের দাবী অনশন অব্যাহত থাকবে।
Leave a Reply