দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কঠোর লকডাউনের কারনে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও আন্ত:জেলা সড়ক সহ বিভিন্ন সড়কে চলাচল করছে সিএনজি চালিত অটোরিক্সা ও ইজিবাইক। ওইসব যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। প্রায় দ্বিগুন ভাড়ায় যাত্রী পরিবহন করা হলেও লংঘন করা হচ্ছে স্বাস্থ্যবিধি।
দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র সিও অফিস এলাকায় বুধবার (৭ জুলাই) কঠোর লকডাউনের সপ্তম দিনে সিএনজি চালিত অটোরিক্সা ও ইজিবাইকের জটলা দেখা গেছে। যাত্রীদের বিভিন্নস্থানে পৌঁছে দেওয়ার জন্য উচ্চস্বরে হাঁক ছেড়ে প্রলুব্ধ করছেন পরিবহন সহকারীরা। এসময় বেশিরভাগ চালক ও যাত্রীদের’ই মাস্ক বিহীন দেখা যায়।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের লাগাম টানতে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন।
Leave a Reply