ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের (৭২) লাশ বৃহস্পতিবার (৮ জুলাই) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যূূবরণকারী বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান দুপচাঁচিয়া উপজেলার ভেঁপড়া গ্রামের মৃত আক্কেল আলী ফকিরের ছেলে।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানায়, বৃহস্পতিবার বিকাল ৫.৩০ টার দিকে মৃত ওই বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজের পূর্বে সহকারী কমিশনার ( ভূমি) – এসিল্যান্ড আবু সালেহ মোহাম্মাদ হাসনাতের উপস্থিতিতে গার্ড অব ওনার প্রদান করেন দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস দল। এসময় বিউগলে করুন সুর ভেসে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান দীর্ঘদিন যাবৎ হৃদপিন্ডের সমস্যাজনিত কারনে ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার ( ৮ জুলাই) দুপুর ১.৩০ টার দিকে হৃদপিন্ডের সমস্যাজনিত রোগে মৃত্যূবরণ করেন।
Leave a Reply