দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
৯ জুলাই শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানী হাটে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত সঙ্গীয় বিজিবি ও পুলিশ ফোর্সসহ চৌমুহানী হাটে অভিযান চালিয়ে কোরবানির হাট ভেঙ্গে দিয়েছে। এ সময় কঠোর লকডাউন উপেক্ষা করে বসানো কোরবানির পশুর হাট বসায় তাৎক্ষণিক তিনি তা ভেঙ্গে দেন। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, কঠোর লকডাউনের মাঝে সকল ধরনের জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ। কঠোর লকডাউনকে উপেক্ষা করে চৌমুহানী হাট ইজারাদার স্বাস্থ্যবিধি না মেনেই কোরবানির হাট বসিয়ে ছিলেন। ফলে তিনি তা ভেঙ্গে দিয়েছেন।
Leave a Reply