ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শুক্রবার ( ৯ জুলাই) রাতে চেঙ্গা হিন্দুপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়ী ও দুপচাঁচিয়া পৌর এলাকায় সন্দেহজনক গতিবিধির কারনে ২ জন সহ মোট ৫ জন কে আটক করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
জুয়ার আসরে অভিযানকালে ৫ হাজার ৮০ টাকা ও তাসের বান্ডিল উদ্ধার করা হয়।
আটককৃত ৩ জুয়ারী হলো উপজেলার ছাতিয়া গাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আব্দুল খালেক (৬২), মাজেদ রহমানের ছেলে জুয়েল সরদার (৩২) ও এমদাদুল হোসেনের ছেলে নাহিদুল ইসলাম (২৪) এবং অপর আটককৃত ২ জন হলো দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম বোরাই আকন্দপাড়ার আনসার ফকিরের ছেলে ফারুক হোসেন (২৬) ও পশ্চিম আলোহালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে ফারুক আহমেদ (৩১)।
দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির জানান,আটককৃত ওই ৫ জন কে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে শনিবার(১০ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply