ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে শনিবার ( ১০ জুলাই ) রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডলপাড়ার আজির উদ্দিন মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৪) ও একই এলাকার আব্দুল করিমের স্ত্রী শাহিদা বিবি ধলী (৫৬) নামের দুই মাদক ব্যবসায়ী কে আটক করে থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর খাড়ীব্রীজ এলাকায় শনিবার রাতে মাদক বিক্রির গোপন খবরে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল ওই ০২ জন কে সন্দেহমূলক অবস্থান করায় চ্যালেঞ্জ করে । এসময় উভয়ের নিকট হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আটককৃত ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জুলাই ) তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply