দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১১ জুলাই রোববার সকাল দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার হলপট্টি রোড সংলগ্ন এলাকায় একটি চাতালের বয়লার বিস্ফোরণে লালন হোসেন (৪৫) নামে এক শ্রমিকের শরীর ঝলসে গিয়েছে। জানা গেছে, উপজেলার তালোড়া হলপট্টি রোড টিএনটি অফিস সংলগ্ন এলাকার আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ছেলে সাইফুল ইসলামের চাতালের বয়লারে ঘটনার দিন সকাল থেকে কয়েকজন শ্রমিক ধান সিদ্ধ কাজ করছিলেন। সকাল ৮টায় হঠাৎ বয়লারটি বিস্ফোরণ হয়। এ সময় কর্মরত শ্রমিক তালোড়া দুবড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে লালন হোসেন (৪৫) শরীর ঝলসে যায়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জন শ্রমিক আহত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাতালের এসব বয়লারে কোন তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময় মত বয়লারের গরম পানির বাতাস বের না করার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লালন নামে এক চাতাল শ্রমিক সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের বরাতে তিনি জানান, আহতের পুরো শরীর বয়লারের পানিতে পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।
Leave a Reply