ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রোববার (১১ জুলাই ) বিকালে ও রাতে পৃথক অভিযানে
দুপচাঁচিয়া উপজেলার ছোট ফেঁপিড়া গ্রামের তছলিম সাকিদারের ছেলে নয়ন সাকিদার (২৭), নুরপুর গ্রামের মৃত ছইর শাহের ছেলে আব্দুল মজিদ (৪৫) ও দুপচাঁচিয়া পৌর এলাকার কুন্ডু পাড়ার আব্দুর রশিদের ছেলে আইনুল প্রাং (২৬) নামে ৩ মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৩ টি পৃথক অভিযানে তালোড়া বাজারস্থ একটি দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ নয়ন সাকিদার কে , বলদাহার গ্রাম এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল মজিদ কে এবং পৌর এলাকার চৌধুরিপাড়া থেকে ৪৮ পিস ইয়াবাসহ আইনুল প্রাং কে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানায় , আটককৃত ওই ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সাপেক্ষে তাদের সোমবার ( ১২ জুলাই ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply