দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ৯ সেপ্টেম্বর বুধবার দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনা শীস্ সরকার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিল্টন রহমান, সহ বিভিনś কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ। উল্লেখ্য এ দিন বগুড়া মালতিনগর সরকারি মৎস্য খামার থেকে ক্রয়কৃত ৩৫০.৮৮ কেজি বিভিন্ন জাতের রুই, মৃগেল, কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply