দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ঘর বরাদ্দ পেয়ে খুশি ভূমিহীনরা।
উপহারের ঘরে মিলেছে তাদের স্থায়ী ঠিকানা।
শনিবার ( ১৭ জুলাই) হাটসাজাপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সংসার সংসারে ব্যস্ত নতুন ঠিকানা পাওয়া মানুষরা। তারা উপহারের ঘর পেয়ে সুখানুভূতি ব্যক্ত করে।
তারা জানায়, মাথা গোঁজার ঠাঁই পেয়ে বেশ আনন্দিত। সন্তানাদি নিয়ে বেশ ভাল আছে। আশ্রয়হীন জীবনের ইতি ঘটেছে।
বাড়ী পাওয়ার প্রতিক্রিয়ায় ফরিদা বেগম জানায়, কখনও ভাবেনি তার নিজের একটি বাড়ী হবে। এ যেন তার কাছে স্বপ্নের মত।এজন্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে ফরিদা বেগম।
দুপচাঁচিয়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে প্রথম দফায় ১৩৩ টি এবং দ্বিতীয় দফায় ১৫০ টি বাড়ী বরাদ্দ পেয়েছে ভূমিহীন পরিবার।
Leave a Reply