দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৮ জুলাই রোববার ভোর রাতে দুপচাঁচিয়া উপজেলার খোলাশ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হবিবর রহমান (৬২) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে…………রাজেউন)
জানা গেছে, উপজেলা সদরের খোলাশ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ছমির উদ্দীনের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হবিবর রহমান (৬২) গত কয়েকদিন পূর্বে সর্দি ও জ্বরে আক্রান্ত হন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ভোর সাড়ে ৩ টায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সহ বহুআত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ১৮ জুলাই রোববার বাদ জোহর খোলাশ গ্রামেই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply