ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক : দুপচাঁচিয়া তেমাথা বাজারের ঐতিহ্যবাহী দত্ত মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধীকারী নৃপেন্দ্রনাথ দত্ত(দত্ত বাবু) শুক্রবার (২৩ জুলাই) রাত ১টার সময় পরলোক গমন করেছেন ( ওঁ দিব্যান লোকান্ স্ব গচ্ছতু)। তিনি পৌর এলাকার বোরাইপাড়ার অধিবাসী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নৃপেন্দ্রনাথ দত্ত। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ পুত্র,২ কন্যা,নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে তার আত্নার শান্তি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বার্তা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি বাবু অসীম কুমার দাস,সাধারন সম্পাদক দুলাল বসাক,সিনিঃ সহ সভাপতি বিপ্লব কুমার মহন্ত,যুগ্ম সম্পাদক পরিমল দাস,সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকার,সদস্য সুফল মোহন্ত, সোহাগ সাহা সহ প্রমুখ।
Leave a Reply