ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
৩০ জুলাই শুক্রবার ভোর সাড়ে ৪টায় বগুড়া দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর পশ্চিমপাড়া গ্রামের বিষপানে অসুস্থ মাদ্রাসা ছাত্রী তাহমিদা আক্তার রুমি (১৭) সাত দিন পর বগুড়া টিএমএসএস হাসপাতালে মারা গেছে।
জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর পশ্চিমপাড়া গ্রামের ফজলুল রহমানের মেয়ে দাখিল পরীক্ষার্থী তাহমিদা আক্তার রুমি (১৭) গত ২৩ জুলাই শুক্রবার দিনগত রাতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দু’দিন চিকিৎসা শেষে সুস্থ হলে বাড়িতে ফিরে নিয়ে যায়। এরপর সে আবারো অসুস্থ হয়ে পড়ে। তার মুখ চোখ ফুলে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ জুলাই ) ভোর রাত সাড়ে ৪টায় মারা যায়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। থানার এসআই রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়রীমুলে তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ৩০ জুলাই শুক্রবার লাশ পোস্ট মোডেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply