দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
করোনা ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। যাপিত জীবনের সকল ক্ষেত্রে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। জীবন হয়ে উঠেছে অনিরাপদ। প্রয়োজন হয়ে পড়ছে সামাজিক দুরুত্বের। এই রকম পরিস্থিতি যখন চারিদিকে তখন করোনা জীবন বাজি রেখে করোনা যুদ্ধে আত্মনিয়োগ করেছেন আবু বক্কর সিদ্দিক।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট ( ল্যাব) হিসাবে কর্মরত আবু বক্কর সিদ্দিক ও একই পদধারী পংকজ কুমার মন্ডল নমুনা সংগ্রহের কাজে থাকলেও পংকজ কুমার মন্ডল ইতিমধ্য করোনা আক্রান্ত হয়েছেন। তাই নমুনা সংগ্রহ ও শনাক্তের কাজ একাই সামলাতে হচ্ছে আবু বক্কর সিদ্দিক কে।
আবু বকর সিদ্দিক বলেন, শুধু নমুনা সংগ্রহ করাই নয়, এন্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস শনাক্তের কাজও করছি। যদিও এই কাজগুলো জীবনের জন্য অনেক বেশি শংকাপূর্ণ, তবুও বিপর্যস্ত সময়ে এরকম কাজ করতে পেরে আমি আত্মতৃপ্ত। আমাকে নিয়ে পরিবারের লোকজন শংকায় ভোগে সবসময়। কিন্তু পরিবারের চেয়ে দেশ বড়।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মন্ডল দুপচাঁচিয়া নিউজ কে জানান, নমুনা সংগ্রহের মত ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন আবু বক্কর সিদ্দিক। তিনি প্রতিদিন নমুনা সংগ্রহ এবং ল্যাবে পরীক্ষার কাজ করতে গিয়ে জীবন বাজি রাখছেন।
Leave a Reply