ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দলীয় কার্যালয়ে রোববার ( ৮ আগস্ট) বিকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তৌহিদুল ইসলাম মহলদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী,এনামুল টি রানা,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর তালুকদার পলাশ,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীম আক্তার মুক্তা,আওয়ামী লীগ নেতা ফেরদৌস রহমান,
ছাএলীগ নেতা সুজন,পারভেজ,লিটন,সৌরভ,রাহুল, সৌরভ মহলদার, রতন শেখ,হাদিদুল ইসলাম হাদিদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ওই মাহফিলে দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক।
Leave a Reply