দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৪ আগস্ট শনিবার বিকালে দুপচাঁচিয়া প্রেসক্লাবে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক এম সরওয়ার খানের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি গোলাম ফারুক বলেছেন, সাংবাদিক সরওয়ার খান অন্যায়ের একজন প্রতিবাদকারী ছিলেন। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি আজীবন কাজ করেছেন। সভায় প্রয়াত সাংবাদিক এম সরওয়ার খানের কর্মজীবনের স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাত, কার্যনির্বাহী সদস্য একেএম জাহাঙ্গীর আলম, কেএম বেলাল, মেশকাতুর রহমান, অসীম কুমার দাস, দুলাল বসাক প্রমুখ। উল্লেখ্য বক্তব্যের পূর্বেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক।
Leave a Reply