দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ১৬ আগস্ট সোমবার দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা বানিয়াদিঘী উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমীক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক সভা বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, জাতীয় পার্টি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মহসিন আলী, স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক নীলকান্ত সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, সহকারি শিক্ষক উজ্বল হোসেন। উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে চার তলা উক্ত একাডেমীক ভবনটি নির্মাণ হচ্ছে।
Leave a Reply