দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৫ আগস্ট রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার এলাকায় গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, আওয়ামীলীগ নেতা আবু জাহেদ, তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, নজরুল ইসলাম মোল্লা, আব্দুর রশিদ মঞ্জু, মহসিন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোত্তালেব হোসেন শেখ সহ প্রমুক। সমগ্র সভাটি পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে প্রায় ১ হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply