দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নেশার ট্যাপেন্ডা ট্যাবলেট নিয়ে দুই যুবকসহ তিনজন’কে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ১৭ আগস্ট মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদীঘি মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালান।
এ সময় সেখানে সন্দেহজনক দুই যুবককে আটক করে। এরা হলো গোবিন্দপুর শাহ্পাড়ার বাবলু রহমানের ছেলে মিজানুর রহমান (৩১) ও আব্দুল মজিদের ছেলে মিলন (৩০)। পরে তাদের দেহ তল্লাশী করে ৩০পিচ ট্যাপেন্ডা নেশার ট্যাবলেট উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে ওই দিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অপর দিকে পুলিশ গত ১৬ আগস্ট সোমবার দিনগত রাতে চুরি মামলায় গ্রেফতারি পরোওয়ানামুলে উপজেলা সদরের বড়ধাপ এলাকার বিশু সরকারের ছেলে আব্দুল মান্নান (৫০) কে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১৭ আগস্ট মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply