দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১৮ আগস্ট বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা কাঠ ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা।
সমিতির পক্ষে সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজা সাখিদার, নির্বাহী সদস্য সানাউল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, আতোয়ার রহমান, মিজানুর রহমান সহ প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র সভাটি পরিচালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক মনছুর আলী।
সভায় সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আব্দুল মাবুদকে আহব্বাশক ও আজাহার আলী, সৈয়দ পারভেজ হোসেন বাবুকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহব্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
Leave a Reply